সরকারের দুর্নীতিতে মেট্রোরেলের খরচ বেড়েছে: অভিযোগ বিএনপির
-
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বক্তব্য দেন
সরকারের দুর্নীতির কারণে মেট্রোরেলের বাড়তি অর্থ খরচ হয়েছে বলে দাবি করেছে বিএনপি। আর এ কারণেই মেট্রোরেলের ভাড়া বাড়িয়ে দায় জনগণের ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ (মঙ্গলবার) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ বন্দি নেতাদের কারাগারে প্রাপ্য মর্যাদা ও সুবিধা দেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি আরো বলেন, বিএনপির স্থায়ী কমিটি মনে করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাসসহ জাতীয় নেতা এবং দল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মীকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। বারবার তাদের জামিন আবেদন প্রত্যাখ্যান করা সম্পূর্ণ অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, দলকে নেতাশূন্য করার হীন চক্রান্তের অংশ হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধেও হয়রানিমূলক ও ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে বলেও মনে করে বিএনপির স্থায়ী কমিটি। #
পার্সটুডে/নিলয় রহমান/আশরাফুর রহমান/২৭