ডেঙ্গু রোগির সংখ্যা এখনো নিয়ন্ত্রণে, ইমারজেন্সি পরিস্থিতি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
(last modified Sat, 22 Jul 2023 12:27:07 GMT )
জুলাই ২২, ২০২৩ ১৮:২৭ Asia/Dhaka
  • স্বাস্থ্যমন্ত্রী ডা.জাহিদ মালেক
    স্বাস্থ্যমন্ত্রী ডা.জাহিদ মালেক

ঢাকায় ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল দাবী করে স্বাস্থ্যমন্ত্রী ডা.জাহিদ মালেক বলেছেন, দেশে জরুরী অবস্থা ঘোষণার মত কোন পরিস্থিতি তৈরী হয়নি। অথচ শুক্রবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৬ জন।আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছেই, এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগির সংখ্যা প্রায় ২৮ হাজার ৫শ জন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

গ্রাম কিংবা শহর সারাদেশেই ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। প্রতিদিনই শত শত ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছেন,মারাও যাচ্ছেন। হাসপাতালগুলোতে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর চাপ। আজ শনিবার সকালে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। পরে ব্রিফিংয়ে তিনি বলেন, ঢাকাসহ ৬০টি জেলায় ডেঙ্গু ছড়িয়েছে। তবে এখনও ডেঙ্গুরোগীর সংখ্যা আমাদের নিয়ন্ত্রণে।

 

দুই সিটি করেপারেশনের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বেশ কিছু এলাকা ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে। এই হটস্পটগুলোতে দ্রুততার সঙ্গে মশা নিয়ন্ত্রণ করতে হবে। আর নয়তো ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি ঘটবে। হাসপাতাল প্রস্তুত, তবে পরিস্থিতি মোকাবিলায় মশা মারার ওপর জোর দিতে হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, কলকারখানা এবং অফিসগুলোতেও লার্ভা জমছে, এগুলো ব্যক্তিগত উদ্যোগে স্প্রে করার উদ্যোগ নিতে হবে। এডিস মশা মারার ওষুধ কতটুকু কার্যকর হচ্ছে তা দেখার আহ্বানও জানান স্বাস্থ্যমন্ত্রী।#

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ