বাংলাদেশে নিরাপদ বিনিয়োগ পরিবেশের নিশ্চয়তা দাবি প্রবাসীদের
(last modified Fri, 11 Aug 2023 12:47:54 GMT )
আগস্ট ১১, ২০২৩ ১৮:৪৭ Asia/Dhaka
  • এনআরবি ক্লাবের সেমিনার
    এনআরবি ক্লাবের সেমিনার

বাংলাদেশে বিনিয়োগের নিশ্চিত ও নিরাপদ পরিবেশের দাবি দীর্ঘ দিন ধরেই করে আসছেন প্রবাসীরা। বিভিন্ন পর্যায়ে আলোচনা ও প্রচেষ্টায় নিরাপদ সুনিশ্চিত না হওয়ায় ক্ষুদ্ধ অভিবাসী নেতারা। তাই তো রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবে 'প্রবাসীদের অবদান ও সমস্যা' শীর্ষক সেমিনারে তুলে ধরেন তাদের নানা অভাব অভিযোগ।

এনআরবি ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ সামাদুল হক বলেছেন, প্রবাসীদের দেশে নিরাপদ বিনিয়োগ পরিবেশ দিতে না পারলে বিদেশিরা কিভাবে এ দেশে বিনিয়োগ করবেন। তাই এনআরবি ক্লাব লিমিটেডের সভাপতি শাহজাদা হামিদ সাদ বলেছেন, দেশে নিরাপদ বিনিয়োগ পরিবেশের নিশ্চিত করতে হবে। ভোটাধিকার, আইডি কার্ড ও পাসপোর্ট সমস্যা সমাধানের জোর দাবি জানিয়েছেন প্রবাসী নেতারা।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মোয়াজ্জেম হোসাইন রতন এমপি জানিয়েছেন, প্রবাসীদের এনআইডি ও পাসপোর্ট সমস্যাগুলো অনেকটা কমে এসেছে। এ নিয়ে সরকারের সংশ্লিষ্ট দফতরগুলো কাজ করছে বলে দাবি করেন মোয়াজ্জেম হোসেন রতন। দেশের উন্নয়নকে সুসংহত করতে প্রবাসীদের সেবা সহজীকরণে অনলাইন সিস্টেম উন্নত করার কথা জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন।

আর প্রবাসীদের জন্য দেশের বিভিন্ন সেক্টরে নিরাপদে বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করা হয়েছে বলে জানান ডিজি বিএমইটি মো. শহীদুল আলম।

এদিকে, প্রবাসীদের বিনিয়োগে শতভাগ নিরাপত্তা নিশ্চয়তার আশ্বাস দেন  বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আশ্বস্ত করে বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকারের নির্বাচন অফিস কাজ করছে। হয়ত খুব শিগগিরই ভালো কোন ফলাফল আসবে। এসময় বিদেশ থেকে বৈধ রেমিটেন্স নিশ্চিত করতে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে প্রবাসীদের উৎসাহ দেয়ার আহবান জানানো হয় অভিবাসীদের প্রতি।#

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ