প্রথম দফার অবরোধের শেষ দিনেও সংঘর্ষ ভাংচুর-অগ্নিসংযোগ; রাজনৈতিক অস্থিরতা বাড়ছে
https://parstoday.ir/bn/news/bangladesh-i130206-প্রথম_দফার_অবরোধের_শেষ_দিনেও_সংঘর্ষ_ভাংচুর_অগ্নিসংযোগ_রাজনৈতিক_অস্থিরতা_বাড়ছে
আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিরোধী দলগুলোর ডাকা তিন দিনের অবরোধের আজ (বৃহস্পতিবার) ছিল তৃতীয় দিন। সড়ক, রেল ও নৌপথের অবরোধের শেষ দিনে আজ।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ০২, ২০২৩ ১৭:৪৪ Asia/Dhaka
  • যাত্রীশূন্য গাবতলী টার্মিনাল
    যাত্রীশূন্য গাবতলী টার্মিনাল

আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিরোধী দলগুলোর ডাকা তিন দিনের অবরোধের আজ (বৃহস্পতিবার) ছিল তৃতীয় দিন। সড়ক, রেল ও নৌপথের অবরোধের শেষ দিনে আজ।

রাজধানীতে তুলনামূলক কম যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে ছিলেন নিতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও। তবে দূরপাল্লার বাসগুলোকে দেখা গেছে বাসস্ট্যান্ডে অবস্থান করতে। বেশিরভাগ দূরপাল্লার বাসে যাত্রী নেই। ট্রেন চলছে, তবে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে। অবরোধ চলাকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। সারাদেশে বিএনপিসহ বিরোধী দলের শত শত নেতা-কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে, গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকেই বিএনপির প্রধান কার্যালয়ে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। তালাবদ্ধ কার্যালয়ে এখনও ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। এখনও কার্যালয় ঘিরে পুলিশের ব্যাপক উপস্থিতি। এ অবস্থায় আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার মিরপুরে বিক্ষোভ করেছে গার্মেন্টসকর্মীরা। মিরপুর মডেল থানার ওসি মহসিন গণমাধ্যমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই বিক্ষোভের পেছনে চক্রান্ত ছিল বলেও সন্দেহ করেন তিনি।

রাজধানী ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা যায় অবরোধের তৃতীয় দিনেও দূরপাল্লার গণপরিবহনের সংখ্যা ছিল তুলনামূলক কম। ঢাকার বাইরে ময়মনসিংহে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করলে নগরীর ফুলবাড়িয়া পুরাতন বাসন্ট্যান্ড এলাকায় বিএনপি কর্মিদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় একজনকে আটক করা হয়। ভোরে ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায়, চিনিবাহী একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় দূবৃত্তরা। এর আগে জেলা ট্যাংকরোড়ে জেলা বিএনপির উদ্যোগে একটি ঝটিকা মিছিল করে আন্দোলনকারীরা।

মুন্সিগঞ্জে ঝটিকা মশাল মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। অপরদিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করে, মহাসড়কে টায়ারে আগুন দেয় যুবদল নেতাকর্মীরা। ঢাকা-সিলেট মহাসড়কের সুনামগঞ্জ বাইপাসে অবস্থান নেয়,স্বেচ্ছাসেবক দল। এসময় তারা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। গাজীপুর মহাসড়কে পিকেটিং করার সময় কুষ্টিয়া জেলা যুবদলের এক নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাসব-১। অবরোধের ৩য় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিসিক শিল্প নগরীর সামনে,বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি নেতাকর্মীরা। দিনভর খণ্ড খণ্ড মিছিল বের করে,অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। নেত্রকোণার কেন্দুয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে গতকাল মধ্যরাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ের কুশাবো এলাকায় সড়ক অবরোধ, ভাংচুর ও কাভার্ডভ্যানে আগুন দেয় দুবৃত্তরা। এসময় পুলিশ চারজনকে আটক করে। এদিকে, সিদ্ধিরগঞ্জের শিমারাইল কাচঁপুর ব্রিজের সামনে মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণ করে কৃষকদলের নেতাকর্মীরা। এদিকে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে নৌপথ অবরোধ করে জেলা যুবদলের নেতাকর্মীরা।

গাইবান্ধার ফুলছড়িতে ৮টি ককটেল ও ৬টি পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে। এছাড়া সেখান থেকে বস্তাভর্তি লাঠিও উদ্ধার করে পুলিশ। নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, র্যা ব ও বিজিবি মোতায়েন রয়েছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় নাশকতায় জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও জানালেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। # 

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/২