রাজশাহীতে গাছে গাছে মুকুল, আমের বাম্পার ফলনের আশা!
https://parstoday.ir/bn/news/bangladesh-i134804-রাজশাহীতে_গাছে_গাছে_মুকুল_আমের_বাম্পার_ফলনের_আশা!
আমের রাজধানী খ্যাত রাজশাহী অঞ্চলের বিভিন্ন বাগানে আম গাছে মুকুল আসতে শুরু করেছে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ২০:০৭ Asia/Dhaka

আমের রাজধানী খ্যাত রাজশাহী অঞ্চলের বিভিন্ন বাগানে আম গাছে মুকুল আসতে শুরু করেছে।

মুকুল আসার পর থেকেই গাছ পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন আম-চাষী ও বাগান মালিকরা। প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে এবার আমের বাম্পার ফলনের আশা করছে,কৃষি বিভাগ।

স্থানীয় তথ্যমতে জানা যায়, ফাগুনের শুরুতেই গাছে গাছে শোভা ছড়ানো আমের মুকুল জানান দিচ্ছে, মধু মাসের আগমনী বার্তা। মুকুলের মন মাতানো গন্ধ ছড়াচ্ছে বাতাসে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটেছে আম চাষীদের সোনালী স্বপ্ন। চারদিকে সেই মুকুলের সুবাসিত ঘ্রাণ। সবুজ-সোনালী রঙের অপরূপ সাজ,নজর কাড়ছে বাগানগুলোতে।

তকে প্রাকৃতিক দুর্যোগ ও পোকার আক্রমণ থেকে আমের মুকুলকে বাঁচাতে,আগাম কীটনাশক প্রয়োগসহ, গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন আম চাষী ও বাগান মালিকরা। মুকুল রক্ষা করতে গাছে গাছে ওষুধ স্প্রে করছেন অনেকে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের বাম্পার ফলনের প্রত্যাশা করছেন, বাগান মালিকরা।সংশ্লিষ্টরা বলছেন,বিভাগের বিভিন্ন জেলার প্রায় ৩৫ শতাংশ গাছে আমের মুকুল এসেছে। এসব গাছে আমের মুকুল রক্ষা ও সঠিক পরিচর্যায় বেশি যত্নবান হতে সবাইকে পরামর্শ দিয়েছেন রাজশাহী কৃষি সম্প্রসারণ  অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মোজদার হোসেন। এবার রাজশাহীতে ১৯ হাজার ৬০২ হেক্টর জমির আম বাগানে,২ লক্ষ ৬০ হাজার ১৬৪ মেট্রিকটন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগ বলছে সকল প্রতিকূলতা পাশ কাটিয়ে এগুতে পারলে আম রপ্তানি বৃদ্ধি করতে পারবেন তারা। #

পার্সটুডে/বাদশাহ রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।