স্বাস্থ্যখাতের দুর্নীতিকে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন
(last modified Mon, 26 Feb 2024 12:52:24 GMT )
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১৮:৫২ Asia/Dhaka
  • স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন
    স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

স্বাস্থ্যখাতের দুর্নীতিকে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

সোমবার সকালে, টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনি কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। মন্ত্রী জানান, চিকিৎসা সেবায় গাফিলতির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। আর চিকিৎসকরা কেনো গ্রামে থাকতে চায় না, সে বিষয়ে তাদের সাথে কথা বলতে হবে। রোগীর সুচিকিৎসার পাশাপাশি চিকিৎসকের নিরাপত্তার বিষয়ে ভাবতে হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। জানান, গ্রামে বসেই যেন মানুষ উন্নত চিকিৎসা সেবা পায়, সেজন্য চিকিৎসা ব্যবস্থা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে কাজ করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, তার প্রথম লক্ষ্য হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসা ব্যবস্থাটা ছড়িয়ে দেয়া।  প্রতিটি হেলথ কমপ্লেক্স বা জেলার হাসপাতালগুলোকে সাবলম্বী করে গড়ে তুলতে পারলে গ্রামগঞ্জের কোনো রোগীকে চিকিৎসা নিতে ঢাকা বা চিটাগাংসহ বড় বড় শহরে ভিড় করতে হবে না বলে মন্তব্য করেন তিনি। #

 

পার্সটুডে/বাদশাহ রহমান/বাবুল আখতার/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।