গাজীপুরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ
https://parstoday.ir/bn/news/bangladesh-i88614-গাজীপুরে_গ্যাস_বিস্ফোরণে_একই_পরিবারের_তিনজন_দগ্ধ
বাসায় গ্যাস বিস্ফোরণে নারায়ণগঞ্জের ফতুল্লায়, একই পরিবারের চারজন নিহত হওয়ার রেশ কাটতে না কাটতেই আজ গাজীপুরের কাশিমপুর ভূইয়াপাড়া এলাকায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মার্চ ১৩, ২০২১ ১৮:২১ Asia/Dhaka
  • গাজীপুরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

বাসায় গ্যাস বিস্ফোরণে নারায়ণগঞ্জের ফতুল্লায়, একই পরিবারের চারজন নিহত হওয়ার রেশ কাটতে না কাটতেই আজ গাজীপুরের কাশিমপুর ভূইয়াপাড়া এলাকায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

 

আজ শনিবার (১৩ মার্চ) ভোর সাড়ে ৫টায় গৃহবধূ মরিয়ম বেগম (২৮) গ্যাসের চুলায় রান্না করতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে টিনশেড বাড়ির রান্নাঘর ও পাশের বসতঘরসহ তিনটি কক্ষের দেয়াল বাইরের দিকে ধ্বসে পড়ে যায় এবং অগ্নিকাণ্ড ঘটে।

এ ঘটনায় গৃহবধুর স্বামী সুমন মিয়া (৩২) ও ঘুমন্ত শিশু পুত্র সাকিন মাহমুদ (৫) আগুনে দগ্ধ হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এলাকাবাসী। আহত সুমন মিয়া ওই বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। আর তার শিশু পুত্র সাকিন মাহমুদ নিকটস্থ একটি মাদরাসার ছাত্র।

এর আগে গত সোমবার রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনের ষষ্ঠ তলায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় দগ্ধ সাব্বির হোসেন (১৫) নামে এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেছে।

বিস্ফোরণের ঘটনায় এর আগে চিকিৎসাধীন অবস্থায় সাব্বিরের মামা মো. মিশাল (২৬), মিশালের দেড় বছরের ছেলে মিনহাজ ও চাচাত শ্যালক মাহফুজের (১৩) মৃত্যু হয়। এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন নিহত মিশালের স্ত্রী মিতা আক্তার (২৩) ও মেয়ে আফসানা আক্তার (৪)।

পার্সটুডে/আব্দুুর রহমান খান/বাবুল আখতার/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।