কুর্দি নেতারা বিশ্বাসঘাতকতা করেছেন: আয়াতুল্লাহ খাতামি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, ইরাকের কুর্দিস্তানের নেতারা দেশটির কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক দেশগুলোর পরামর্শ উপেক্ষা করে গণভোট আয়োজনের মাধ্যমে বিশ্বাসঘাতকতা করেছেন। আজ রাজধানী তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেছেন।
আয়াতুল্লাহ খাতামি আরও বলেছেন, বিশ্বের কোনো দেশ কুর্দিস্তানের গণভোটকে স্বীকৃতি দেয় নি। কুুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার এই ষড়যন্ত্র রুখে দেওয়ার ক্ষেত্রে ইরান, ইরাক ও তুরস্কের ঐক্য ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আমেরিকার লাস ভেগাসে সাম্প্রিতক সন্ত্রাসী হামলা প্রসঙ্গে তিনি বলেন, নিরপরাধ মানুষ হত্যার ঘটনা বিশ্বের যেখানেই ঘটুক না কেন, তা নিন্দনীয়। কিন্তু আমেরিকা তথা পাশ্চাত্য নিরপরাধ মানুষ হত্যার বিষয়ে দ্বিমুখী নীতি অনুসরণ করছে। তাদেরকে এ নীতি পরিহার করতে হবে। এ প্রসঙ্গে তিনি ইয়েমেনে আমেরিকার মদদে নিরপরাধ মানুষ হত্যার কথা তুলে ধরেন।
পরমাণু সমঝোতা প্রসঙ্গে আয়াতুল্লাহ খাতামি বলেন, ইরানের জনগণ ও সরকার আমেরিকাকে বিশ্বাস করে না। পরমাণু সমঝোতা নিয়ে পুনরায় আলোচনার প্রশ্নই আসে না।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬