চাপের মুখে কোনো সিদ্ধান্ত নেয় না ইরান: আণবিক শক্তি সংস্থা
https://parstoday.ir/bn/news/iran-i77394-চাপের_মুখে_কোনো_সিদ্ধান্ত_নেয়_না_ইরান_আণবিক_শক্তি_সংস্থা
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, তার দেশ চাপের মুখে কোনো সিদ্ধান্ত নেয় না। অস্ট্রিয়ার সফররত সালেহি সোমবার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা- আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠকের পর আরো বলেন, আইএইএ’কে রাজনৈতিক চাপের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০২০ ০৭:১৮ Asia/Dhaka
  • মঙ্গলবার ভিয়েনায় আইএইএ\'র সদরদপ্তরে গ্রোসির সঙ্গে সাক্ষাৎ করেন সালেহি
    মঙ্গলবার ভিয়েনায় আইএইএ\'র সদরদপ্তরে গ্রোসির সঙ্গে সাক্ষাৎ করেন সালেহি

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, তার দেশ চাপের মুখে কোনো সিদ্ধান্ত নেয় না। অস্ট্রিয়ার সফররত সালেহি সোমবার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা- আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠকের পর আরো বলেন, আইএইএ’কে রাজনৈতিক চাপের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।

সালেহি বলেন, তিনি গ্রোসিকে জানিয়ে দিয়েছেন ইরান আলোচনা করতে এবং যেকোনো যুক্তিপূর্ণ বক্তব্য মেনে নিতে প্রস্তুত রয়েছে। তবে আইএইএ’কে এমনভাবে কাজ করতে হবে যেন তার যেকোনো সিদ্ধান্তে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট কোনো আচরণ না থাকে।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি

জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ’র সঙ্গে ইরানের সম্পর্ককে ইতিবাচক আখ্যায়িত করে আলী আকবর সালেহি বলেন,দু’পক্ষের মধ্যকার এই সম্পর্ক ভবিষ্যতে অটুট থাকবে বলে তেহরান আশা করছে।

এর আগে মঙ্গলবারই ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান তার ফরাসি সমকক্ষ ফ্রাঁসোয়া জ্যাকের সঙ্গে সাক্ষাতে ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে ইউরোপীয় দেশগুলোর প্রতিশ্রুতি ভঙ্গের কঠোর সমালোচনা করে বলেন, এই সমঝোতা এখন যে অবস্থায় পৌঁছেছে তা কারো জন্যই কল্যাণকর নয়।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।