ইরানের আরাক শহরের সুন্দর প্রকৃতি
এপ্রিল ০৮, ২০২১ ১৪:৫৯ Asia/Dhaka
প্রকৃতির সঙ্গে ইরানিদের সম্পর্ক নিবিড়। পাহাড়-পর্বতে, বনে জঙ্গলে, হ্রদে, সবুজ প্রান্তরে, ঝরনার পাশে সবখানেই প্রকৃতি প্রেমিদের ভিড় লেগে থাকে সবসময়।
কেবল তেহরানেই নয় সমগ্র ইরান জুড়েই একই অবস্থা বিরাজ করে। এখানে ইরানের আরাক শহরের সুন্দর প্রাকৃতিক নিদর্শনের একটি ভিডিও দেয়া হলো। #
পার্সটুডে/মো.আবুসাঈদ/০৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ