মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানকে সুপার জেট দেবে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i57224-মার্কিন_নিষেধাজ্ঞা_উপেক্ষা_করে_ইরানকে_সুপার_জেট_দেবে_রাশিয়া
রাশিয়ার সুখোই সিভিল এয়াক্রাফ্ট কর্তৃপক্ষ বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা তেহরানকে সুখোই সুপার জেট-১০০ বিমান সরবরাহ করবে। সুখোই কোম্পানি বলেছে, ইরানের এয়ারলাইন্সগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ১৩, ২০১৮ ১৪:২৮ Asia/Dhaka
  • সুখোই সুপার জেট-১০০
    সুখোই সুপার জেট-১০০

রাশিয়ার সুখোই সিভিল এয়াক্রাফ্ট কর্তৃপক্ষ বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা তেহরানকে সুখোই সুপার জেট-১০০ বিমান সরবরাহ করবে। সুখোই কোম্পানি বলেছে, ইরানের এয়ারলাইন্সগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে।

সুখোই সিভিল এয়ারক্রাফটের প্রেসিডেন্ট আলেকেজান্ডার রুব্তসোভ বলেন, ইরানকে যেসব বিমান দেয়া হবে তাতে মার্কিন নির্মিত কোনো যন্ত্রাংশ কিংবা উপাদান ব্যবহার করা হবে না। এতে করে মার্কিন নিষেধাজ্ঞা এড়ানো সম্ভব হবে।

গত মাসে ইউরেশিয়া এয়ার শো-তে ইরান ও সুখোই কোম্পানির মধ্যে প্রাথমিক চুক্তি সই হয়। চুক্তি অনুসারে ইরানের অসেমান এয়ারলাইন্স ও ইরান এয়ার ট্যুরস সুখোই কোম্পানির কাছ থেকে ৪০টি যাত্রীবাহী আধুনিকমানের বিমান কিনবে।

এসব বিমান ১০০ যাত্রী বহন করতে সক্ষম। ইরান এয়ার ট্যুরসের একজন কর্মকর্তা জানিয়েছেন, তারা যেসব বিমান কিনবেন তার জন্য সুখোই কোম্পানিকে ১০০ কোটি ডলার দিতে হবে। কোম্পানিটি আগামী বছর থেকে বিমান সরবরাহ শুরু করবে।# 

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩