৫ দেশ থেকে খাদ্য আমদানির চুক্তি করেছে বাংলাদেশ সরকার
https://parstoday.ir/bn/news/bangladesh-i112838-৫_দেশ_থেকে_খাদ্য_আমদানির_চুক্তি_করেছে_বাংলাদেশ_সরকার
বাংলাদেশে খাদ্য সংকট এড়াতে এবং মূল্য নিয়ে ব্যবসায়ীদের কারসাজী ঠেকাতে  সরকারি পর্যায়ে পাঁচটি দেশ থেকে খাদ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি সম্পন্ন করা হয়েছে। দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, রাশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০২২ ১৮:৪১ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম
    সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম

বাংলাদেশে খাদ্য সংকট এড়াতে এবং মূল্য নিয়ে ব্যবসায়ীদের কারসাজী ঠেকাতে  সরকারি পর্যায়ে পাঁচটি দেশ থেকে খাদ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি সম্পন্ন করা হয়েছে। দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, রাশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

আজ (রবিবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।

সচিব বলেন, যে পাঁচটি দেশ থেকে খাদ্য আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই দেশগুলোর সঙ্গে ইতোমধ্যে বাংলাদেশ দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদন করেছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, এই পাঁচটি দেশ ছাড়া আরও যদি কোনো বিকল্প দেশ থেকে খাদ্য আমদানি করা যায়, সেগুলো নিয়েও চিন্তাভাবনা করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া দেশে আবাদযোগ্য জমি পতিত না রেখে ফসল উৎপাদন বাড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে, খাদ্য সংকট মোকাবেলায় (বৃহস্পতিবার) থেকে ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে ডিলারের মাধ্যমে উপজেলা পর্যায়ে খোলা বাজারে প্রতি কেজি চাল ৩০ এবং আটা ১৮ টাকায় বিক্রি করবে সরকার। বৃহস্পতিবার রাজধানীর আজিমপুরে ওএমএস কার্যক্রম উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় মন্ত্রী জানান, বাজারে বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ীদের মধ্যে সিন্ডিকেট রয়েছে, সে সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/আশরাফুর রহমান/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।