নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ: নিহত ১, রিজভীসহ বহু গ্রেফতার
https://parstoday.ir/bn/news/bangladesh-i116894-নয়াপল্টনে_পুলিশের_সঙ্গে_বিএনপির_সংঘর্ষ_নিহত_১_রিজভীসহ_বহু_গ্রেফতার
বাংলাদেশের রাজধানীর পল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মকবুল আহমেদ (৪০) বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া গুলিবিদ্ধসহ আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ০৭, ২০২২ ১৭:৪২ Asia/Dhaka
  • রিজভী গ্রেফতার
    রিজভী গ্রেফতার

বাংলাদেশের রাজধানীর পল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মকবুল আহমেদ (৪০) বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া গুলিবিদ্ধসহ আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।

পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। নেতাকর্মীরাও পাল্টা ইট-পাটকেল ছুড়েছে পুলিশকে লক্ষ্য করে। আজ বুধবার বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ শুরুর আগে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন। পুলিশ সেখানে সতর্ক অবস্থানে ছিল। প্রিজন ভ্যান ও জলকামানও প্রস্তুত ছিল।

এদিকে, নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপি'র সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডঃ রুহুল কবির রিজভীসহ বহু নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অন্য নেতারা হলেন, বিএনপি চেয়ারপার্সন-এর বিশেষ সহকারী অ্যাডভোকেট সামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়াঁ জুয়েল প্রমুখ।

বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করছেন বলে জানা গেছে। 

আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। বিএনপি নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে এ সমাবেশ করতে চায়। অন্যদিকে সরকার পল্টনে সমাবেশ করতে দিতে নারাজ। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে এ সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে সেখানে সমাবেশ করবে না বলে জানিয়েছে বিএনপি। #

পার্সটুডে/নিলয় রহমান/আশরাফুর রহমান/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।