রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসওর মধ্যে গোলাগুলি, পাঁচ জন নিহত
https://parstoday.ir/bn/news/bangladesh-i125260-রোহিঙ্গা_ক্যাম্পে_আরসা_ও_আরএসওর_মধ্যে_গোলাগুলি_পাঁচ_জন_নিহত
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসওর মধ্যে গোলাগুলির ঘটনায়, পাঁচ জন নিহত হয়েছেন। ভোরে উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। তারা সবাই আরসার সদস্য বলে জানিয়েছে এপিবিএন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৭, ২০২৩ ১৮:১৮ Asia/Dhaka
  •  রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসওর মধ্যে গোলাগুলি, পাঁচ জন নিহত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসওর মধ্যে গোলাগুলির ঘটনায়, পাঁচ জন নিহত হয়েছেন। ভোরে উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। তারা সবাই আরসার সদস্য বলে জানিয়েছে এপিবিএন।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ কোরে, ৮-এপিবিএন অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি আমির জাফর জানান, কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় পাঁচ রোহিঙ্গা নিহত হয়েছেন।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে, আরাকান স্যালভেশন আর্মি -আরসা ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন –আরএসও এর মধ্যে গোলাগুলির ঘটনায় নিহত ৫ জন সবাই আরসার সদস্য বলে জানিয়েছে এপিবিএন। 

আজ শুক্রবার ভোরে, উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্টে এ ঘটনা ঘটে। এ তথ্য  নিশ্চিতো করে, ৮-এপিবিএন অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি আমির জাফর জানান,ভোরে রোহিঙ্গা ক্যাম্পে দু’দলের গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে, তিনজনের মরদেহ পাওয়া যায়। আহত আরও দু’জনকে হাসপাতালে নেয়া হলে, তারাও মারা যান। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিহতরা হলেন, ক্যাম্প-৮ ডাব্লিউ এর এইচ-৪৯ ব্লকের আনোয়ার হোসেন (২৪), এ-২১ ব্লকের মোহাম্মদ হামীম (১৬), ক্যাম্প-১০ এর এইচ-৪২ ব্লকের নজিবুল্লাহ, ক্যাম্প-৩ এর বি-১৭ ব্লকের নুর আমিন ও অপরজনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

স্থানীয় রোহিঙ্গারা জানান,ক্যাম্প নিয়ন্ত্রণে কিছুদিন ধরে আরসা ও আরএসও’র মধ্যে দ্বন্দ্ব চলছিলো। এরই জেরে দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে ৫ জন মারা গেছেন। এ ঘটনায় ক্যাম্পজুড়ে আতঙ্ক বিরাজ করছে। ক্যাম্প এলাকায় পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।  আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, গত দুই মাসে রোহিঙ্গা ক্যাম্পে এ নিয়ে ৩২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।