তফসিল ঘোষণার প্রতিবাদে বায়তুল মোকারমের সামনে ইসলামি দলগুলোর বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/bangladesh-i130898-তফসিল_ঘোষণার_প্রতিবাদে_বায়তুল_মোকারমের_সামনে_ইসলামি_দলগুলোর_বিক্ষোভ
বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদ করেছে বাংলাদেশের বিভিন্ন ইসলামি দল ও সংগঠন। আজ শুক্রবার জুম্মার নামাজের পরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হয় সমমনা ইসলামী দলগুলো। পরে তারা তফসিল ঘোষণার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিয়ে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি তোলেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ১৭, ২০২৩ ১৮:৫৮ Asia/Dhaka
  • তফসিল ঘোষণার প্রতিবাদে বায়তুল মোকারমের সামনে ইসলামি দলগুলোর বিক্ষোভ

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদ করেছে বাংলাদেশের বিভিন্ন ইসলামি দল ও সংগঠন। আজ শুক্রবার জুম্মার নামাজের পরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হয় সমমনা ইসলামী দলগুলো। পরে তারা তফসিল ঘোষণার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিয়ে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি তোলেন।

নেতারা বলেন, একতরফা নির্বাচন আয়োজন দেশ ও গণতন্ত্রের জন্য হুমকি ও ক্ষতিকর। এটা কোনভাবেই হতে দেবে না দেশের সচেতন মানুষ। তারা সকল রাজনৈতিক দলের অংশগ্রহন নিশ্চিত করার পরামর্শ দেন।

এদিকে যেকোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে ছিল আইনশঙ্খলা বাহিনীর সদস্যরা। বায়তুল মোকাররমের উত্তর গেট, পল্টন ও দৈনিক বাংলা মোড়েও মোতায়েন করা ছিল অতিরিক্ত পুলিশ। পরে বিক্ষোভ মিছিল করেন ইসলামি দলগুলোর নেতাকর্মীরা। এর আগে গত বুধবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ৩টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বন্ধ ও আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে গণমিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিল ইসলামি আন্দোলন বাংলাদেশ। কিন্তু রাজধানীর শন্তিনগরে পুলিশি বাধার মুখে দলটির নেতাকর্মীরা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি বন্ধ করে পল্টনে ফিরে যায়। #

পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।