ঢাকায় ইরানের ইসলামী বিপ্লবের ৪৫ তম দিবস উদযাপন
https://parstoday.ir/bn/news/bangladesh-i134348-ঢাকায়_ইরানের_ইসলামী_বিপ্লবের_৪৫_তম_দিবস_উদযাপন
সাড়ে ৪শ বছর ব্রিটিশ শাসনের পর বিপ্লবী বিজয় এনেছে ইরান। তারপর থেকে দেশটি চিকিৎসা,সশস্ত্র,  প্রযুক্তি,কৃষি উৎপাদনে স্বনির্ভর।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ২০:১৫ Asia/Dhaka
  • ঢাকায় ইরানের ইসলামী  বিপ্লবের ৪৫ তম দিবস উদযাপন

সাড়ে ৪শ বছর ব্রিটিশ শাসনের পর বিপ্লবী বিজয় এনেছে ইরান। তারপর থেকে দেশটি চিকিৎসা,সশস্ত্র,  প্রযুক্তি,কৃষি উৎপাদনে স্বনির্ভর।

নিজস্ব প্রযুক্তিতে গত কিছুদিন পূর্বে ৩ টি স্যাটেলাইট উৎক্ষেপন করেছে বলে জানিয়েছেন, আল-সুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আলী আব্বাসী।বিকেলে ইরানের ইসলামি বিপ্লবের ৪৫তম বিজয় বার্ষিকী  উপলক্ষ্যে ইরান সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের মোজাফফর আহমেদ চৌধরী অডিটরিয়ামে "নয়া বার্তা শীর্ষক" আলোচনা সভায় তিনি একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের আল-সুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. আলী আব্বাসী, বাংলাদেশে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত জনাব মানসুর চাভূশি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান ।   সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতি কেন্দ্রের কালচারাল কাউন্সিলর সাইয়্যৈ রেজা মীরমোহাম্মাদী#

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।