রাষ্ট্রে আইন,বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে সমন্বয় থাকতে হবে: প্রধানমন্ত্রী
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপ্রিমকোর্টের বিচারপতিদের জন্য নবনির্মিত আবাসিক ভবনের একটি ফ্ল্যাট ঘুরে দেখেন।
রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গ আইন, বিচার ও নির্বাহী বিভাগের মাঝে সুষম সমন্বয়, সম্পর্ক ও সমঝোতা থাকার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (শনিবার) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কাকরাইলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য নতুন বাসভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, ‘জনস্বার্থের পক্ষে থেকে এ তিন অঙ্গের ক্ষমতা প্রয়োগ করতে হবে। রাষ্ট্রের স্বার্থকে সমুন্নত রাখতে হবে। একটি রাষ্ট্র সঠিকভাবে চলতে পারে তখন, যখন এ তিনটি অঙ্গের মধ্যে সুসর্ম্পক বা সমঝোতা থাকবে।'
সরকার ও বিচার বিভাগের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে আলোচনার মধ্য দিয়ে তার সমাধান করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় এসে স্বাধীনতাবিরোধীদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়েছিল। আমরা ক্ষমতায় এসে স্বাধীনতাবিরোধীদের বিচারের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করেছি।
তিনি বলেন, প্রত্যেক জেলায় বিচারিক আদালত স্থাপন করেছি। সেখানকার বিচারপতিদের জন্য আবাসনের ব্যবস্থা করেছি। তাদের নিরাপত্তার বিষয়টি আমরা জোরদার করেছি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য নতুন বাসভবনের নির্মাণ কাজ দ্রুত শেষ করায় প্রধানমন্ত্রী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালায়কে ধন্যবাদ জানান।
এর আগে আজ (শনিবার) রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারিদের জন্য নবনির্মত ভবনসমূহের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির ভাষণে বলনে, যেসব সংসদ সদস্যরা ন্যামে ফ্লাট বরাদ্দ নিয়ে সেখানে থাকছেন না, তাদের বরাদ্দ বাতিল করা হতে পারে।
তিনি আরো বলেন, এটা আমি পার্টি মিটিংয়ে বলেছিলাম, আপনারা শোনেন নাই। তাই আজকে পাবলিকলি বললাম। আর চিফ হুইপকে বললাম যদি এ বিষয়ে ব্যবস্থা না নেয়া হয় তাহলে তার ব্যবস্থা আমি নেব।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/এমবিএ/১৫