ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস ও বিতাড়ন বন্ধ করতে ইসরাইলের প্রতি চীনের আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i91494-ফিলিস্তিনিদের_ঘরবাড়ি_ধ্বংস_ও_বিতাড়ন_বন্ধ_করতে_ইসরাইলের_প্রতি_চীনের_আহ্বান
ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস, বিতাড়ন ও ইহুদি উপশহর নির্মাণ বন্ধ করতে ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি জং জুন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১১, ২০২১ ১৮:৪২ Asia/Dhaka
  • জং জুন
    জং জুন

ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস, বিতাড়ন ও ইহুদি উপশহর নির্মাণ বন্ধ করতে ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি জং জুন।

তিনি এক বিবৃতিতে বলেছেন, পূর্ব বায়তুল মুকাদ্দাসে শেইখ জারাহ'র মতো এলাকাগুলোতে বসবাসকারী ফিলিস্তিনি পরিবারগুলো বিতাড়িত হওয়ার আশঙ্কার মধ্যে রয়েছে।

তিনি বলেন, বায়তুল মুকাদ্দাসে উত্তেজনা ও সহিংসতা বৃদ্ধিতে বেইজিং উদ্বিগ্ন। ইসরাইলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ উদ্বেগজনক।

চীনের প্রতিনিধি আরও বলেন, মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা, হুমকি ও উসকানি বন্ধে ইসরাইলকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। একইসঙ্গে বায়তুল মুকাদ্দাসের পুরনো অংশে অবস্থিত পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক অস্তিত্ব রক্ষা করতে হবে এবং সেগুলোর প্রতি সম্মান দেখাতে হবে। 

চলতি রমজান মাসের শুরুতে বায়তুল মুকাদ্দাসের দামেস্ক গেইট ও শেইখ জারাহ এলাকায় ইহুদিবাদী পুলিশ ও বসতি স্থাপনকারীরা হামলা চালালে উত্তেজনা শুরু হয়। #

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।